মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের জাবুলে শিক্ষকের অভাবে পড়াশোনা করতে পারছে না শিশুরা
শেখ আশরাফুল ইসলাম 08 July, 2025 01:30 PM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাবুলে শিক্ষকের অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। আফগান সরকারের কাছে সেখানকার বাসিন্দারা অতি দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
জাবুল শিক্ষা বিভাগ বলছে, প্রদেশটিতে প্রায় ৫০০টি গ্রাম রয়েছে। শিক্ষকের অভাবের কারণে অনেক শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।
জাবুলের শিক্ষা বিভাগের প্রধান গুল ওয়ালি মুত্তাকি এই প্রসঙ্গে বলেন, সমস্যাটি ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। জাবুলে শিক্ষকের অভাব রয়েছে, যা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। শিক্ষকের অভাবের কারণে, ৫০০ গ্রামের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত, তবে এই সমস্যাটি সমাধান এবং শিশুদের জন্য পড়াশোনার সুযোগ তৈরি করার প্রচেষ্টা চলছে।
জাবুলের বাসিন্দা বারাত খান গণমাধ্যমকে বলেন, জাবুলের শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। স্কুল তৈরি করতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলের দিকে মনোযোগ দিতে হবে, কারণ চাহিদা অনেক বেশি। এখানকার পরিবারগুলো চায় না তাদের সন্তানেরা অশিক্ষিত রয়ে যাক।
আরেক বাসিন্দা আব্দুল হালিম বলেন, আমরা ইমারাতে ইসলামিয়া আফগান সরকারকে জাবুলের কেন্দ্র এবং জেলাগুলিতে আধুনিক এবং ধর্মীয় উভয় শিক্ষা প্রদানের জন্য অনুরোধ করছি। এখানকার অনেক শিশু শিক্ষা থেকে বঞ্চিত। এটি একটি গুরুতর সমস্যা।
জাবুলের শিক্ষা বিভাগের মতে, তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে, প্রদেশের বেশ কয়েকটি স্কুল সংস্কার করা হয়েছে এবং কিছু নতুন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এই কাজ অব্যহত থাকবে।
সূত্র : টোলো নিউজ